সিএএ প্রত্যাহার করার কোনও প্রশ্নই ওঠে না, বললেন মুকুল রায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ জানুয়ারি:
সিএএ প্রত্যাহার করার কোনও প্রশ্নই ওঠে না বলে বিরোধীর উদ্দেশ্যে জানালেন মুকুল রায়। তিনি বলেন, বিজেপি তার নির্বাচনী ইস্তেহারে সিএএর কথা দেশবাসীকে বলেছিল। ২০১৯ সালের লোকসভায় বিজেপি পুনরায় দিল্লিতে বসেই ঠিক করেছিল সিএএ আইন দেশজুড়ে লাগু করবে। তাই কেন্দ্রীয় সরকার সিএএ আইন সংসদের দুই কক্ষে পাশ করেছে বলে বুধবার বিজেপির রাজ্য সদর দফতরে জানান মুকুল রায়।

তিনি বলেন, বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা সবসময় পূরণ করে। তাই সিএএ প্রত্যাহার করার কোনও কারণ নেই বলে বিরোধীদের উদ্দেশ্যে বলেন মুকুল রায়। তিনি আরও বলেন, সিএএ নিয়ে বিরোধীরা সুপ্রিম কোর্টে গিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এখনও সিএএ’র বিরুদ্ধে রায় দেয়নি। এমনকি এই আইনের বিরুদ্ধে কোনও মন্তব্য সুপ্রিম কোর্ট করেনি। তাই বিরোধীরা এবার এই আইন নিয়ে এবার তাদের সিদ্ধান্ত বদল করুক। না হলে বিরোধীরা দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করবে বলে জানালেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *