মুখ্যমন্ত্রীর র‍্যালিতে অমিত শাহের থেকে বেশি লোক হবে, অনুব্রতের এই দাবিকে চ্যালেঞ্জ জানালেন মুকুল রায়

স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, ২২ ডিসেম্বর: গত রবিবার বীরভূম রোডশো করেছিলেন অমিত শাহ। সেই রোডশোতে কাতারে কাতারে মানুষ যোগ দিয়েছিলেন। আগামী ২৯ ডিসেম্বর একই জায়গায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রোডশো করবেন। অনুব্রত মণ্ডল জোর গলায় দাবি করেছেন মমতার জনসভায় অমিত শাহ এর চেয়ে বেশি লোক হবে। তাঁর এই দাবি উড়িয়ে দিলেন মুকুল রায়।

গতকাল বিজেপি নেতা মুকুল রায় কৃষ্ণনগর রাজবাড়িতে দলীয় সভায় এসেছিলেন। পুরনো মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালযয়ে সভা হয়। সেখানে অনুব্রত মণ্ডলের চ্যালেঞ্জ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি সাংবাদিকদের বলেন আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। তবে নিশ্চয়ই আমার চেয়ে মমতা ব্যানার্জি বেশি দিন রাজনীতিতে আছেন। অমিত শাহের থেকে বড় র‍্যালি করতে হলে মঙ্গল গ্রহ থেকে লোক আনতে হবে। এরপর তিনি বলেন নদিয়ায় তৃণমূল একটা আসনও ধরে রাখতে পারবে না। সৌমিত্র খাঁর স্ত্রীর তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন “এটা একেবারেই পারিবারিক বিষয়। এই ধরনের বিষয়ে আলোচনা আমি রুচিকর মনে করি না।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here