ইসলামপুরে উর্দু একাডেমিতে জটিল করোনা রোগীর চিকিৎসা হবে না

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ জুলাই: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে উর্দু একাডেমিকে ১০০ বেডের করোনা হাসপাতাল চিহ্নিত করলেও এখনই সেই হাসপাতালে জটিল করোনা রোগীর চিকিৎসা হচ্ছে না। করোনায় আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসা হবে শিলিগুড়িতে। শুধুমাত্র করোনা আক্রান্ত সাধারন রোগীদের সেখানে চিকিৎসা হবে। জানালেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল।

করোনায় আক্রান্ত রোগীদের উত্তর দিনাজপুর জেলায় একমাত্র চিকিৎসাকেন্দ্র রায়গঞ্জ মিকি মেঘা। সম্প্রতি রাজ্য স্বাস্থ্যদপ্তর ইসলামপুরে উর্দু একাডেমিতে ১০০ বেডের হাসপাতাল তৈরির অনুমোদন দিয়েছে। ইসলামপুরে আরেকটি হাসপাতাল তৈরির অনুমোদন দিলেও এখনই সেখানে জটিল করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে না। শুধু মাত্র সাধারন করোনা রোগীদের ১০ দিন চিকিৎসার ব্যবস্থা করা হবে। দশ দিন অতিক্রান্ত হবার পর সেই রোগীকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হবে।

জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, উর্দু একাডেমিতে এখনই করোনার জটিল চিকিৎসা না হলেও আগামীতে সেটি পুর্নাঙ্গ হাসপাতাল তৈরির পরিকল্পনা আছে। ইসলামপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এই করোনা হাসপাতাল তৈরি হলেও তাতে আপত্তি নেই স্থানীয় বাসিন্দাদের। তবে সেখানে যাতায়াতের জন্য মাত্র একটা রাস্তা হওয়ায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার মানুষ হাসপাতালে যাবার বিকল্প রাস্তার দাবি করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here