
আমাদের ভারত, ২৩ মে: নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে এসেছেন অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান। তাদের সঙ্গে রয়েছেন আপের একাধিক নেতৃত্ব। বিজেপি বিরোধী প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে আজ। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কিন্তু এই বিরোধীদের জোটকে ঘোট বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় মোদীর বিরুদ্ধে দাঁড় করানোর মতো মুখ নেই বিরোধীদের কাছে।
মোদী বিরোধী ঐক্য নিয়ে আজ সুকান্ত মজুমদার বলেন, “এরকম ঐক্য আমরা আগেও দেখেছি। এই ঐক্য থাকে না, দু মিনিটে ভেঙে চলে যায়। কারণ প্রত্যেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়। কে কাকে প্রধানমন্ত্রী বানাবে, আর কে চেয়ার ছেড়ে দেবে এই নিয়ে বিরোধীদের মধ্যে চলছে প্রতিযোগিতা”। তার কথায় এটা জোট নয় এটা ঘোট। সুকান্তর আরও দাবি, জোট হবে না, কারণ মোদীর সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমাদের বিরোধীদের কাছে নেই। এরা আসবে বৈঠক করবে, চপ কাটলেট খাবে। পশ্চিমবঙ্গে চপ শিল্প কেমন কাজ করছে দেখবে। আর কি ভাবে বোতল থেকে ধরা না পড়ে পয়সা নিতে হয় এই সমস্ত বুদ্ধির আধান প্রদান হবে।”
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আমলা নিয়ন্ত্রণের অভিযোগ এনেছে আম আদমি পার্টি এবং এই বিরোধিতায় অবিজেপি রাজ্যগুলির কাছে একজন হওয়ার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিতে কেন্দ্র সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে তা তারা রাজ্যসভায় আটকে দেবেন। আর ২০২৪- এর আগে সেটাই হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে সেমিফাইনাল। একই সঙ্গে আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায় অবিজেপি সব দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছেন।