করোনা ঠেকাতে বেলদা স্টেশনে চালু হল থার্মাল স্ক্রিনিং প্রক্রিয়া

আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: করোনা আতঙ্কের জেরে নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দপ্তর ও বেলদা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার থেকে বেলদা স্টেশনে থার্মাল স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হয়েছে। লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন থেকে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার বেলদা স্টেশনে আসা যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

তাদের শরীরে জ্বর কিংবা করোনার কোনও প্রকার উপসর্গ বা লক্ষণ আছে কি না তা পরীক্ষা করে দেখছেন বেলদা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। বেলদা স্টেশনে ট্রেন থেকে নামা সমস্ত যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনা নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে সে বিষয়েও যাত্রীদের সচেতন করছেন স্বাস্থ্যকর্মীরা। ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিন বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here