
গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৯ মার্চ:
যারা সমাজের চোখে অন্যরকম, আর পাঁচ জনের থেকে আলাদা। যারা কোলের সন্তানকে নাচিয়ে নিজেদের আহার সংস্থান করে আজ তাদেরই মানবিক মুখ দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। আর সেই মানবিকতার সাক্ষী হয়ে রইলেন ভিক্ষুক থেকে শুরু করে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, গরিব অসহায় মানুষজন। হ্যাঁ, এরা বৃহন্নলা।
আরামবাগের বেশ কয়েকজন বৃহন্নলা বাড়ি বাড়ি ঘুরে জীবন জীবিকার সংস্থান করা সঞ্চিত অর্থ দিয়ে নিত্য প্রয়োজনীয় খাবারের দ্রব্য বিতরণ করলেন। চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি, আলু সহ অন্যান্য সামগ্রি। পাশাপাশি প্রত্যেকের হাতে দুশো টাকা করেও দিলেন তারা। রবিবার ছুটির দিন তারা প্রায় আড়াইশো এই রকম পথ ভিক্ষুক, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, রিক্সা ওয়ালা, দিন মজুর, ভবঘুরেদের এইসব দ্রব্য বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। এদিন আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এক এক করে এই দ্রব্যগুলি বিলি করলেন। যা দেখে হতবাক হয়ে গেলেন স্থানীয় মানুষজন। আর এই দ্রব্য দিয়ে মানসিক ভাবে অত্যন্ত প্রশান্তি পেলেন বলে জানান বৃহন্নলাদের এক কর্মী বুল্টি।