আঙ্গিকম্- এর ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গিকম্ ড্যান্স একাডেমীর ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রক্ষাগৃহ প্রদ্যোত স্মৃতি সদনে। নটরাজ মূর্তিতে মাল্যদান করে এবং নাচের তালে তালে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন সংস্থার অধ্যক্ষা নৃত্যশিল্পী শ্বাশতী শাসমল। মনোগ্রাহী নৃত্যানুষ্ঠানে মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করেন আঙ্গিকমের কচিকাঁচা ও বড়োরা। বিভিন্ন আঙ্গিকের নৃত্যে সাজানো সর্বাঙ্গসুন্দর এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শ্রাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যজ্যোতি’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে নৃত্য নিবেদন ‘কৃপণ’। সমকালীন পরিবেশ সচেতনতার ভাবনায় নৃত্য নিবেদন ‘অরণ্য চাই’, মাদলের তালে তালে লোকনৃত্য ‘মারাং বুরু’, নৃত্যের আঙ্গিকে কচিকাঁচাদের নাটক” লালকমল ও নীলকমল”।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী হায়দার আলি, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সাহিত্যিক বিদ্যুৎ পাল, উদ্যোগপতি মদনমোহন মাইতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লক্ষ্মণচন্দ্র ওঝা, শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মনিশংকর শাসমল, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, জয়া মুখার্জি, বিশ্বজিৎ কুন্ডু, প্রদীপ কুমার বসু সহ মেদিনীপুরের সংস্কৃতি জগতের অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে সংস্থার কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here