ফরাক্কার কুলি দিয়ার গ্রামে ভাঙ্গনের কবলে ৩০টি পরিবার, প্লাবিত গ্রামের একাংশ

আমার ভারত, মুর্শিদাবাদ, ৮ আগস্ট: ফের ভাঙ্গনের কবলে ফরাক্কা ব্লক। মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে গঙ্গার ভাঙ্গন নতুন কিছু নয়। গঙ্গার জলস্তর বাড়ার ফলে এবার ভাঙ্গনের মুখে কুলিদিয়া গ্রামের বাসিন্দারা। ফরাক্কার হোসেনপুর গঙ্গার ভাঙ্গন চলছে গত এক সপ্তাহ ধরে। হোসেনপুর চরের পাশাপাশি এবার ভাঙ্গনের মুখে কুলি দিয়ার গ্রাম। এই গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে শুক্রবার রাত বারোটার পর থেকে। ভাঙ্গনের কবলে প্রায় ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত। ৩০টি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে, একটি দুশো মিটারের ঢালাই রাস্তাও গঙ্গা গিলে নিয়েছে। পাশাপাশি একটি উপ স্বাস্থকেন্দ্র নদীর গাঁ ঘেঁষে নদীর বক্ষে বর্তমানে ঝুলছে।

এলাকার বাসিন্দারা জানান, শুক্রবার রাত বারোটা পর থেকে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে এবং গঙ্গার জল ঢুকে গ্রামের একাংশ প্লাবিত। প্রায় ৩০টি ঘর ভেঙ্গে গেছে ইতি মধ্যেই। ভাঙ্গনের জেরে ত্রাণ শিবিরে আশ্রয় না পেয়ে মাঠে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। গ্রামের একটি মাত্র ত্রাঙ শিবির ছিল সেটিও তলিয়ে যাওয়া সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গঙ্গার জল বৃদ্ধি পাওয়া ফলে এই সমস্যা। গঙ্গার জলস্তর না কমলে ভাঙ্গনের গ্রাসে চলে যাবে সমগ্র গ্রাম। ভিটেহারা সাধারণ মানুষ এখন পুর্নবাসন জন্য সরকারের কাছে দাবি রেখেছেন। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অসহায় পরিবারের সদস্যরা।

ফরাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, হোসেনপুরে একদিকে ভাঙ্গন ও অন্যদিকে জল ঢুকে গ্রামের একাংশ প্লাবিত। অন্যদিকে কুলি দিয়ার গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে ও নদীর পাড়ের কিছু মানুষ বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে। এখানে এসে ত্রিপল তুলে দেওয়া হয়েছে। প্রায় ৩০টি বাড়ি, গ্রামের রাস্তা ক্ষতির মুখে পড়েছে। তবে অস্থায়ী ভাবে তাদের ক্যাম্পে রাখা হয়েছে এবং অন্য কোথাও যাতে সরিয়ে নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *