
আশিস মণ্ডল, রামপুরহাট, ২৬ মে: ফের বোমা উদ্ধার বীরভূমে। এবার বীরভূমের নলহাটি ও তারাপীঠ থানা এলাকায়। একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার সকালে নলহাটি থানার লস্করপুর গ্রামের কাছে রাস্তার ধারে ঝোপ থেকে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সকালে এলাকার পথচারীরা ঝোপের আড়ালে একটি হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগ দেখতে পান বলে পুলিশের দাবি। কাছে গিয়ে দেখেন সেগুলিতে বোমা মজুদ রয়েছে। এরপর পুলিশে খবর দিলে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডে। সেখান থেকে পুলিশ ১০টি বোমা উদ্ধার করে।
অন্যদিকে তারাপীঠ থানার সাহাপুর পঞ্চায়েতের নুরুদ্দিপুর গ্রামের মাঠের পুকুর পাড়ের ঝোপ থেকে এক বালতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। পুলিশের অনুমান ৮ থেকে ১০টি বোমা রয়েছে সেখানে। কারা সেখানে বোমা রেখে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুধু তাজা বোমাই নয়, নলহাটি থানার পুলিশ প্রচুর পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নলহাটি থানার মধুপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করে পুলিশ। বিস্ফোরক গুলির মধ্যে রয়েছে দুই বস্তা জিলেটিন স্টিক এবং তিন হাজার দুশো পিস ডিটোনেটর। বিস্ফোরক উদ্ধারের জায়গাটিকে ঘিরে রেখেছে নলহাটি থানার পুলিশ। তবে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক গুলি মজুদ করে রেখেছিল সেই বিষয়টি তদন্ত করছে নলহাটি থানার পুলিশ।