এবারেও থিমে চমক দিতে প্রস্তুত ভবানীপুর ৭৫ পল্লী’র দুর্গা পূজা

আমাদের ভারত, কলকাতা, ৩ জুলাই: প্রতি বছরের মত এবারেও থিমে চমক দিতে প্রস্তুত ভবানীপুর ৭৫ পল্লী’র দুর্গা পূজা। গত বছর এই পূজার থিম ছিল ‘মানবিক’। গত বছর বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার পায় সেরা কোভিড সচেতনতার জন্য (স্বাস্থ্যবিধি)।

দেবেন্দ্র ঘোষ রোডের এই পুজো দক্ষিণ কলকাতার নামী পুজোগুলোর মধ্যে অন্যতম। এবারের থিম কী হবে, এখনই প্রকাশ করতে রাজি নন উদ্যোক্তারা। যদিও পুরোদমে প্রস্তুতি শুরু হয়েছে। ক্লাবের সম্পাদক সুবীর দাস এই প্রতিবেদককে বলেন, “২৪ জুলাই আমাদের খুঁটিপুজো। তারপর থিমের প্রকাশ্য ঘোষণা হবে। এবার ক্লাবের ৫৮-তম পুজো। শিল্পী প্রশান্ত পাল। এবারের আমাদের পুজোর বাজেট ৩৫ লক্ষ টাকার মত।”

সুবীরবাবু জানান, গত বছর আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কারটি পুরুলিয়ার ছৌ শিল্পীদের বাচ্চাদের এবং পরিবারের সদস্যদের উৎসর্গ করি। পুরুলিয়ার চারিদা গ্রামে বিশ্ব কন্যা দিবস উপলক্ষ্যে একটি বাণিজ্যিক সংস্থার সহযোগিতায় ২৫০ জন ছৌ শিল্পীর বাচ্চাদের পোশাক এবং চাঁদার একটি অংশ তাদের দিই। এবারেও সমাজমুখী একাধিক ভাবনা রয়েছে আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *