হাবরায় বাবামাকে খুনের ঘটনায় এবার গ্রেফতার নিজের মেয়ে

সুশান্ত ঘোষ,  হাবরা, ২৮ নভেম্বর: বাবা, মাকে খুনের ঘটনায় এবার মেয়েকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিবেদিতা সাধু। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার টুনিঘাটা মন্ডলপাড়ার ঘটনা। যদিও জোড়া ঘুনের ঘটনায় জামাই ও সুপারি কিলারকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে এবারের মেয়েকে গ্রেফতার করল পুলিশ।

গত ১৬ সেপ্টেম্বর রামকৃষ্ণ মন্ডল ও তার স্ত্রীকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল জামাই বান্টি সাধুকে। এছাড়াও সুপারি কিলার অজয় দাসকে গ্রেপ্তার করে হাবরা থানার পুলিশ।  তদন্তে তদন্তে অসহযোগিতা করতে দেখা যায় রামকৃষ্ণবাবুর মেয়ে নিবেদিতা সাধু মন্ডল কে।

দীর্ঘদিন পুলিশ জেরা করার পর অভিযুক্ত নিবেদিতা সাধু কে শনিবার গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। এদিন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে নীরব থাকতে দেখা যায় নিবেদিতা কে। শনিবারই বারাসত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here