নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ জুন: অমিত শাহ’র পর এবার ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলার শিল্পপতিদের সামনে বক্তব্য রাখতে পারেন দেশের প্রধানমন্ত্রী। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের আগামী কাল ৯৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আগামী দিনে দেশের শিল্পের অবস্থান নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী।
এর আগে কোনও প্রধানমন্ত্রী কলকাতার বনিক সংগঠনের বর্ষপূর্তিতে বক্তব্য রাখেননি। এই প্রথম কলকাতার বনিক সংগঠ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। লকডাউনের ফলে দেশের শিল্পের চাকা স্লথ। শিল্পের গতি আনতে আর্থিক প্যাকেজ ঘোষনা করেছে কেন্দ্রীয় সরকার। এবার শিল্পের গতি আনতে সরাসরি শিল্পপতিদের সঙ্গে ভার্চুয়াল সভায় কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখার জন্য কলকাতার বনিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন কলকাতার বনিক মহলের প্রতিনিধিরা।