ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এবারে কড়া হচ্ছে প্রশাসন, পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান বালুরঘাট পুরসভার

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ জুন: ফুটপাত
দখলকারীদের বিরুদ্ধে বালুরঘাটে অভিযানে নামল পুরসভা। বুধবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুর প্রশাসনের কর্মকর্তারা।

শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর যার জেরে একদিকে যেমন সাধারণ পথচারীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তেমনি রোজই শহরে বাড়ছে যানজট। আর তাই এবারে শক্ত হাতে অবৈধভাবে ওই ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে রাস্তায় নামল পুরসভা ও পুলিশ প্রশাসন। এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় বালুরঘাট পৌরসভা। যে অভিযানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা সহ অন্যান্যরা। অভিযানের প্রথমদিনে ব্যবসায়ীদের পৌরসভা ও পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র সতর্ক করা হয়। যা আগামী দিনে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে জানানো হয়েছে পুরসভা ও প্রশাসনের তরফে।

ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত করতে তারা বদ্ধ পরিকর। আর তাই পুরসভার ডাকে সাড়া দিয়ে এদিন ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, প্রায় প্রতিদিনই শহরে বাড়ছে যানজট। ফুটপাত দখল করার ফলে এই সমস্যা মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করতে পুরসভা বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *