এবার বাজারে মহার্ঘ ডিম, প্রতি পিস হল ৬ টাকা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬: এবার বাজারে মহার্ঘ হল ডিম। প্রায় দুসপ্তাহ হয়ে গেল বাজারে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতায় একটা ডিম বিক্রী হচ্ছে ৫.৩০টাকা করে। তবে গ্রামবাংলায় ডিমের দাম আরও বেশি একটা ডিম ৬ টাকা করে বিক্রী হচ্ছে। জোড়া বিক্রী হচ্ছে ১২ টাকায়। শীতের শুরুতে ডিমের দামবৃদ্ধিতে নাজেহাল সাধারন মানুষ।

ডিমের দামবৃদ্ধি এসময়ে নতুন বলে জানান টাস্কফোর্সর সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, সামনে ডিসেম্বর মাস। এইসময়ে কেক তৈরির জন্য বাজারে ডিমের চাহিদা প্রচন্ড বৃদ্ধি পায়। আমাদের রাজ্যে ডিম উৎপাদনে কিছু ঘাটতি আছে। তার সুযোগে অন্ধ্রের ডিম ব্যাবসায়ীরা ডিমের দাম বাড়িয়ে দেয়। আর তারজন্য ডিমের দাম একটু বেড়েছে বলে জানান রবীন্দ্রনাথ কোলে। তার আশ্বাস ডিমের দাম যাতে আর বৃদ্ধি না হয় তা দেখছে রাজ্য সরকার। শিয়ালদহের ডিমের পাইকারি মার্কেটে টাস্কফোর্স নজর রাখছে। যদি অধিক মুনাফার জন্য দাম আরও বৃদ্ধি করা হয় তাহলে ব্যবস্থা নিতে দেরি হবে না বলে জানান রবীন্দনাথ কোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *