এবার ভুয়ো ইডি অফিসার, প্রতারণার শিকার খোদ তৃণমূল সাংসদ শান্তনু সেন

রাজেন রায়, কলকাতা, ১৮ জুলাই: ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো আইপিএসের পর এবার ভুয়ো ইডি অফিসার। এক ব্যক্তি নিজেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার পরিচয় দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে প্রতারণার চেষ্টা করে। সাংসদের কাছে টাকা চাওয়ার অভিযোগ। ইডি সংক্রান্ত বিভিন্ন কাজে তাকে সাহায্য করবেন বলেও জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি।

এরপরই শান্তনু সেন বিষয়টি লালবাজারে জানান। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। লালবাজারের গুন্ডা দমন শাখা চন্দন রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি দমদমের গোরক্ষবাসি লেনে।

জেরায় পুলিস জানতে পেরেছে, ইডি অফিসারের পরিচয় দিয়ে বহু লোকের থেকে টাকা নিয়েছে ওই ভুয়ো ইডি অফিসার। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। এর পিছনে আরও কেউ যুক্ত আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা।  

অন্যদিকে, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হল এক সেনাকর্মী। রাজেশ প্রসাদ নামে ওই সেনাকর্মী ফোর্ট উইলিয়ামে কর্মরত। তাকে বৃহস্পতিবার সন্ধেয় গ্রেপ্তার করে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *