এবছরই মুরারইয়ে বাইপাস রাস্তার কাজ শুরু করা হবে, বললেন বিধায়ক আব্দুর রহমান

আমাদের ভারত, রামপুরহাট, ১৪ মার্চ: আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে মুরারইয়ের বাইপাস রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। একই সঙ্গে এলাকায় মহিলা কলেজ গড়ার পরিকল্পনা রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন মুরারইয়ের বিধায়ক আব্দুর রহমান।

বাংলার গর্ব মমতা। এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাংবাদিকদের সঙ্গে রয়েছে জলযোগে যোগাযোগ। শনিবার মুরারই বিধানসভার বিধায়ক এনিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন পাইকড় দলীয় কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত, আসগার আলি, দলের মুরারই ১ ও ২ নম্বর ব্লকের সভাপতি বিনয় ঘোষ, আফতাবউদ্দিন মল্লিক, রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে সরকারের এক গুচ্ছ প্রকল্প। এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, “পাইকড়ে দমকল কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। পূর্তদফতর জমি হস্তান্তর করলেই কাজ শুরু করা হবে। দমকল কেন্দ্র গড়ে উঠলে এলাকার মানুষের যথেষ্ট উপকার হবে। কারণ বর্তমানে মহকুমায় শুধুমাত্র রামপুরহাটে দমকল কেন্দ্র রয়েছে। মুরারই বিধানসভার কোথাও আগুন লাগলে নলহাটি রেলগেট পেরিয়ে দমকলের গাড়ি পৌঁছোবার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়”।

মুরারইয়ে যানজট নিয়ে বলতে গিয়ে রাস্তার ধারে নিকাশিনালা নির্মাণকে দায়ী করেন বিধায়ক। তিনি বলেন, “নিকাশি নালা রাস্তার থেকে অনেক উঁচু করা হয়েছে। ফলে যানবাহন যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই বাইপাস রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে। ২০০৬ সালে বামফ্রন্ট সরকার বাইপাস রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে। পরে আমরা কিছু জমি অধিগ্রহণ করি। কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দফতর অফিসের অবহেলায় জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেরিতে জায়গা পাওয়ার পর ডিপিআর করার নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে কাজ শুরু করা হবে”।

ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহুরাপুর গ্রামের কাছে ১৫ বিঘা জায়গার উপর একটি পার্ক এবং গেস্ট হাউস গড়া হবে। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত যৌথভাবে ৯০ লক্ষ টাকা ব্যয়ে গড়া হবে”। আব্দুর রহমান জানান, মুরারই থেকে দুটি সরকারি বাস চালু করা হয়েছে। জাজিগ্রাম-আসানসোল রুটে আরও একটি বাস চালানোর জন্য পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *