নিজামুদ্দিনের পুনরাবৃত্তি! মুসলিম ধর্মগুরুর মরদেহ নিয়ে কয়েক হাজারের মিছিল

আমাদের ভারত, ১১ মে: একবছর আগের স্মৃতি আবার উস্কে দিল উত্তরপ্রদেশের বদায়ু। দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল এখানে। করোনা বিধিকে শিকেয় তুলে মুসলিম ধর্মগুরুর মৃত্যুতে উপচে পড়ল হাজার হাজার মানুষের ভিড়। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করেছে প্রশাসন।

উত্তরপ্রদেশের বদায়ুতে রবিবার মৃত্যু হয়েছে আব্দুল হামিদ মহাম্মদ সালিমুল কাদ্রি নামে এক মুসলিম ধর্ম গুরুর। তারপর ওই ধর্মগুরুর দেহ ভক্তদের জন্য স্থানীয় একটি মসজিদে রাখা হয়। আর সেই খবর জানতে পেরে কয়েক ঘন্টার মধ্যেই সেখানে হাজির হয়ে যায় কয়েক হাজার মানুষ। করোনা বিধিকে শিকেয় তুলে এই বিশাল জামায়াতের ঘটনায় সোমবার মামলা দায়ের করেছে প্রশাসন।

করণা সংক্রমণ মোকাবিলায় শেষকৃত্যে সর্বোচ্চ ২০ জনকে যাওয়ার অনুমতি দিয়েছে যোগী সরকার। মাস্ক না পড়ে প্রথমবার কেউ ধরা পড়লে তার হাজার টাকা ও দ্বিতীয় বার ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কিন্তু সেইসব নিয়ম কানুন না মেনেই ধর্মগুরুর কাদ্রির শেষকৃত্যে হাজার হাজার মানুষের জমায়েত হয়। ফলে নিজামুদ্দিনের মতো এই জামায়েত থেকেও সুপার স্প্রেডার ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
Kanwardeep singh (@KanwardeepsTOI) Tweeted:
Despite Covid threat, thousands of people gathered during the funeral of Zila Qazi in UP’s Budaun district. Most of the people were not wearing masks. @Uppolice have registered an FIR on Monday.
@Benarasiyaa https://t.co/sC4fanQp19 https://twitter.com/KanwardeepsTOI/status/1391691260704870400?s=20
গত বছর মার্চ মাসে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে দিল্লির নিজামুদ্দিন মারকাজে বহু তাবলিঘি জামাত সদস্য জমায়েত করেছিলেন। তাদের মধ্যে বহুসংখ্যক বিদেশি নাগরিকও ছিল। লকডাউন ঘোষণার পরও সেখানে জামায়াত করেছিলেন তারা। সেখান থেকে করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে বলেও অভিযোগ উঠেছিল। এরপর স্বরাষ্ট্রমন্ত্রক এপ্রিল মাসে তাবলীগ জামাতের ৯৬০ জন সদস্যকে ব্ল্যাক লিস্টেড করেছিল। একই সঙ্গে তাদের ভিসা নিষিদ্ধ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *