
আমাদের ভারত, হুগলী, ৬ ডিসেম্বর: নিজের অজান্তেই ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেল চল্লিশ হাজার টাকা। গভীর রাতে টাকা পাচার হয়ে গেল চিনে। মোবাইলে এই মেসেজ দেখে হতবাক হিন্দমোটরের বাসিন্দা কিংশুক কর।
হিন্দমোটরের কিংশুক কর অন্যদিনের মতই ঘুমোচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ মোবাইল বেজে ওঠে। ফোনে তাঁকে
ব্যাঙ্ক থেকে জানানো হয় তাঁর এ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে। জানানো হয় আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে চিনের বেজিংয়ে তাঁর ব্যবসার কারনে টাকা পাঠাচ্ছেন তিনি। কিংশুকবাবু জানান, এরকম কোনও লেনদেন তিনি করছেন না। এই কথা বলার পর ব্যাঙ্ক থেকে জানানো হয় আপনি কাষ্টমার কেয়ারে ফোন করে লেনদেন বন্ধ করুন। কিংশুকবাবু সঙ্গে সঙ্গে ফোন করে নিজের এ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দিতে বলেন। কিন্তু ততক্ষণে চল্লিশ হাজার টাকা খোয়া গিয়েছে।
ব্যাঙ্কের পরামর্শ মত আজ উত্তর পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিংশুকবাবুর অভিযোগ, মানুষ কোথাও নিরাপদ নয় বাড়িতে টাকা রাখলে যেমন চুরি হওয়ার ভয়, আবার ব্যাঙ্কে রাখলে চলছে এটিএম জালিয়াতি। তাহলে সাধারন মানুষ কাকে ভরসা করবে।