
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার আম্বি গ্রামে গত নভেম্বর মাসে তিনটি গোরু চুরি গেছিল। এছাড়াও এই থানা এলাকায় বেশ কিছু দিন ধরে কিছু গোরু চুরি যাচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বেলিয়াবেড়া থানার পুলিশ তদন্তে নামে। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের নেতৃত্বে তিন জন গোরু পাচারকারীকে এনএইচ ৬ রাস্তা লাগোয়া ফেকো থেকে গ্রেফতার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। তাদের মধ্যে দুজনের বাড়ি ঝাড়খন্ড একজনের বাড়ি ঝাড়গ্রাম থানা এলাকায়। তাদের তিনজনকে আজকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়েছে।