অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া মারতির ধাক্কায় গুরুতর আহত ৩ শিশু

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি:
অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া মারতির ধাক্কায় গুরুতর আহত হল তিন শিশু। এদের মধ্যে দুজন ক্ষুদে পড়ুয়ার অবস্থা আশঙ্কা জনক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার সুটিয়া এলাকায়। আহত তিন পড়ুয়া আশঙ্কা জনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। আহত শিশুদের নাম গোপাল সর্দার, রাজদীপ সর্দার। এক জনের নাম জানা যায়নি। এদের বয়স পাঁচ বছর। পুলিশ মারতিটিকে আটক করলেও চালক পলাতক।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে তিন শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুরি খেয়ে বাড়ি ফিরছিল। সেই সময় পাঁচপোতার দিক থেকে গোবরডাঙ্গাগামী একটি মারুতি ভ্যান বেপরোয়া ভাবে নিয়েন্ত্রন হারিয়ে তাদের ধাক্কা মারে। এরপর রক্তাক্ত অবস্থায় তিন ক্ষুদে পড়ুয়াকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছে, দুই পড়ুয়ার মাথায় আঘাত লেগেছে তাদের হাতও ভেঙ্গে গিয়েছে। একজনের পা ও হাত ভেঙ্গে গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *