করোনা মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য! উত্তর দিনাজপুরে একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ জন, মোট সুস্থ ৩৭

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জুন: করোনা মোকাবিলায় একের পর এক সাফল্য পেয়ে চলেছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার একই দিনে ৩ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। সুস্থদের পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট হাতে দিয়ে পুষ্পবৃষ্টি করে করতালির মাধ্যমে সম্বর্ধনা জানিয়ে রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল। সুস্থরা সকলেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয় জেলা স্বাস্থ্য আধিকারিক। এনিয়ে উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে মোট ৩৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

রায়গঞ্জ কোভিড হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন করোনা মুক্ত রোগীরা। চিকিৎসক ও নার্সদের সেবায় খুশী তারা। এদিকে ধীরে ধীরে করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ফলে করোনা আতঙ্ক থেকে ধীরে ধীরে স্বস্তি পাচ্ছে উত্তর দিনাজপুর জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *