
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ জুন: দিনে দুপুরে এক দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে প্রায় তিন লাখ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। আর সেই ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়। নদিয়ার শান্তিপুর থানার পঞ্চানন তলার ঘটনা।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার পঞ্চাননতলার বাসিন্দা পেশায় ডেকোরেটার ব্যবসায়ী তারক মহলদার শনিবার দুপুরে তারই দোকানের মাল গাড়ি থেকে নামিয়ে দোকানের পাশের গোডাউনে ঠিক মত রাখা হয়েছে কি না দেখতে যায়। সেই সময় এক অজ্ঞাত পরিচয় যুবক নাম্বার হীন স্কুটিতে চড়ে দোকানের সামনে আসে এবং দোকান খালি থাকার সুযোগকে কাজে লাগিয়ে ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় তিন লাখ টাকা নিয়ে চম্পট দেয়। এই গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পুলিশ সেই ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।