আরামবাগে ২৬টি মোবাইল সহ ৩ মোবাইল চোর গ্রেপ্তার

আমাদের ভারত, আরামবাগ, ২৩ নভেম্বর: চুরি হওয়া মোবাইল উদ্ধার করল আরামবাগ থানা পুলিশ। তিন মোবাইল চোরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিন মোবাইল চোরের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে চুরি হওয়া দামি ২৬টি মোবাইল। ধৃতদের নাম সমির মল্লিক, মির্জা সাকিরউদ্দিন এবং আসাদুল ইসলাম।

জানা গেছে, ১৪ নভেম্বর আরামবাগের মায়াপুর এলাকার একটি মোবাইল দোকান থেকে ২৬টি মেবাইল চুরি হয়। মোবাইল দোকানের মালিক আব্দ্দুল আজিজের আরামবাগ থানায় পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার আরামবাগের একটি এলাকা থেকে এদিন তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here