করোনাকে জয় করে ফিরলেন ঘাটালের একই গ্রামের তিনজন

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মে: শুক্রবার করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ঘাটাল থানার বাসুদেবপুর গ্রামের দুই মহিলা সহ তিনজন। এদের মধ্যে এক যুবক ও তার বৌদি ওই গ্রামের মাইতি পাড়ার বাসিন্দা। অন্য এক মহিলা থাকেন পড়িয়া পাড়ায়। শুক্রবার সকালে তারা পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

করোনা আক্রান্ত ওই তিনজন ২১ মে বড়মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা জরির কাজ করার জন্য দিল্লিতে ছিলেন। লকডাউন ঘোষণার পর ঘাটালের বাসুদেবপুর গ্রামে ফিরে আসেন এবং করোনায় আক্রান্ত হন। বড়মা হাসপাতলে তাদের চিকিৎসার পর পরবর্তী দুটি রিপোর্টই নেগেটিভ আসে। 

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, আজ সকাল দশটা নাগাদ বাসুদেবপুর গ্রামের তিনজনকে বড়মা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাদের বাড়ি পৌঁছে দেওয়া 
 হয়েছে। ২১ মে এই তিনজনকে ওই কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here