
আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: হাতি তাড়াতে গিয়ে হুলার আগুনে পুড়ে জখম হয়েছেন একই পরিবারের তিনজন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াগ্রামের বাসিন্দা গোকুল নায়েকের বাড়িতে গতকাল রাত দেড়টা নাগাদ চড়াও হয় ২২/২৫টি হাতির একটি দল। সেই সময় বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন গোকুল নায়েকের বাবা। হাতির দল তাদের ঘরের দিকে এগিয়ে আসছে দেখে গোকুল বাবু বাড়িতে থাকা একটি হুলায় আগুন লাগিয়ে হাতির দিকে ছুড়তে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি তার বাবার বুকে গিয়ে পড়ে। তার শীতের পোশাকে আগুন লেগে যায়। এরপর হাত দিয়ে আগুনের হুলা সরিয়ে ফেলতে গেলে গোকুল বাবু ও তার স্ত্রীর পোশাকে আগুন লাগে। আগুনে পুড়ে জখম হন তিনজনই।
হাতির দল ততক্ষণে গোকুল বাবুর বাড়ির একটি অংশ ভেঙ্গে দুটি ধানের বস্তা টেনে নিয়ে যায়। কোনো রকমে প্রাণে বাঁচেন ৩ জন। শুক্রবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা করিয়ে বাড়ি যান গোকুল নায়েকের পরিবার।