ইসলামপুরে রাস্তার লাইট লাগানোকে কেন্দ্র করে গুলি, আহত তিনজন

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ ডিসেম্বর: ইসলামপুর থানার অন্তর্গত টাকারায়পুর এলাকার টাকানতুনপাড়া গ্রামে রাস্তার লাইট লাগানোকে কেন্দ্র করে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন তিনজন। আহত অবস্থায় রাকিবুল মন্ডল, পিয়ারুল সেখ ও মিজান সেখকে গুলিবিদ্ধ অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় টাকারায়পুর এলাকার টাকানতুনপাড়া গ্রামে সরকারী লাইট লাগানো কাজ চলছিল। অভিযোগ, রাস্তার উপরে লাল্টু সেখ নামে এক ব্যক্তি তার দোকানে দিকে লাইট লাগিয়ে ছিল কিন্তু এই তিনজন ব্যক্তি তার প্রতিবাদ করে, সেই প্রতিবাদে জেরেই রাকিবুল সেখ সহ তিনজন এর উপর গুলি চালায় লাল্টু সেখ। গুরুতর জখম অবস্থায় তিনজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here