তদন্তে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড হল ইংরেজবাজার থানার তিন পুলিশ আধিকারিক

আমাদের ভারত, মালদা, ৭ মার্চ: তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল ইংরেজবাজার থানার তিন পুলিশ আধিকারিককে। ক্লোজড করা হয়েছে ইংরেজবাজার থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে।

মালদার পুলিশ সুপার অলক রাজোরিয়া জানিয়েছেন, বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৩ পুলিশ অফিসার সাসপেন্ড থাকবে। সাসপেন্ডে হওয়া তিন পুলিশ আধিকারিকরা হলেন সুবীর সরকার, নোরবু ডুকপা, তনয় চক্রবর্তী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here