গভীররাতে গাড়ি উল্টে দুর্ঘটনায় মৃত বারাসতের ৩ বাসিন্দা, জখম ১৫

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ জানুয়ারি: শববাহী গাড়ি করে শ্মশান যাত্রীরা নিমতলা শ্মশান থেকে বারাসাতে ফেরার পথে মধ্যরাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত মাইকেল নগরে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বারাসাতের ৩ জন বাসিন্দার, এই ঘটনায় জখম হয়েছে অন্তত ১৫ জন। তাদের মধ্যে ১১ জনকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে।

জানাগেছে, টাটা ৪০৭ গাড়িতে ছিল শববাহী গাড়ির যাত্রীরা। সেই গাড়ির সামনের চাকা ফেটে গাড়িটি মাইকেল নগর এলাকায় উল্টে যায়। তখন ওই গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় ৩ জনের। তাদের মৃতদেহ পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালের মর্গে। মৃত ও জখমরা প্রত্যেকে বারাসাত বরিশাল কলোনীর বাসিন্দা বলে জানা গেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here