ভারত বাংলাদেশ  সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার তিন বস্তা ফেনসিডিল  

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ আগস্ট: দড়ি কল করে বাংলাদেশে পাচার হওয়ার আগেই বিএসএফ জওয়ানরা উদ্ধার করল তিন বস্তা ফেনসিডিল। উত্তর২৪ পরগণার 
পেট্রাপোল থানার ঘোনার মাঠ এলাকার ইছামতী নদী থেকে উদ্ধার হয় তিন বস্তা ফেনসিডিল। যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা। যদিও পাচারকারীরা পলাতক।

বিএসএফ সূত্রের খবর, শনিবার রাতে একদল পাচারকারী ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোনারমাঠ চত্বরে ইছামতী নদীতে তিন বস্তা ফেনসিডিল বিএসএফের নজর এড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়। এরপর দড়িকল করে বাংলাদেশে সীমান্তে আর এক দল পাচারকারী সেই দড়ি ধরে টেনে নদী পাড় করছিল। সেই সময় বিএসএফের জওয়াদের নজর পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো আটক করে। বিএসএফ দেখে চম্পট দেয় পাচারকারীরা।

১৫৮ নম্বর ব্যাটালিয়নের আধিকারিক বলেন, ওই এলাকায় ঘনবসতি, কাঁটা তার না থাকার সুযোগ নিয়ে পাচারকারীরা দড়িকল করে ফেনসিডিলগুলি বাংলাদেশে পাচার করছিল। যদিও নদীতে কচুরিপানা থাকায় ফেনসিডিল গুলি উদ্ধার করতে বিএসএফের বেগ পেতে হয়েছে। পাচারকারীদের তল্লাশিতে পেট্রাপোল থানার পুলিশ।     
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *