রাতের অন্ধকারে কয়লা পাচার করতে গিয়ে বাঁকুড়ায় পুলিশের হাতে গ্রেফতার তিন পাচারকারী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ আগস্ট: রাতের অন্ধকারে কয়লা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্ৰেফতার তিন পাচারকারী। বৃহস্পতিবার রাতে বেলিয়াতোড়ের ফকিরডাঙ্গায় এই ঘটনা ঘটে।

গোপন সূত্রে খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ ফকিরডাঙা গ্রামে যাবার রাস্তায় ওৎ পেতে থাকে। সেই সময় তিনটি মোটর বাইকে আষ্ঠে পৃষ্ঠে বস্তাবন্দি কয়লা নিয়ে বড়জোড়ার মেট্যাপাড়ার দিক থেকে আসছিল ৩ পাচারকারী। পুলিশ রাস্তা আটকে দাঁড়াতেই ৩ পাচারকারীই বাইক ফেলে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের তৎপরতায় তারা পালাতে পারেনি। শুক্রবার তাদের বাঁকুড়া আদালতে তোলা হয়।

এই ৩ কয়লা পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ টন কয়লা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কয়লা ও বাইক ৩ টি বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে বড়জোড়া নর্থ খোলামুখ কোলিয়ারি সংলগ্ন মনোহর গ্রামে রাতের অন্ধকারে পুলিশ অভিযান চালায়। গ্রামে অবৈধ ভাবে কয়লা মজুত করা হয়েছে এই খবর ছিল পুলিশের কাছে। গ্রামে পুলিশ ঢুকতেই মজুতদাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ৩ পুলিশ কর্মী অল্প বিস্তর জখম হন। এই ঘটনায় ৫২ টন কয়লা বাজেয়াপ্ত করার সাথে সাথে ৯ জন মহিলা সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা থিতু হতে না হতেই বাইকে করে ৩ পাচারকারী গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস জানান, এই ৩ পাচারকারীর নাম বেলিয়াতোড় থানার রনিয়াড়া গ্রামের সোমনাথ ঘোষ, বড়জোড়া থানার বাগুলির বাসিন্দা রাহুল কাঁড়ার ও বাঁকুড়া সদর থানার কাঞ্চনপুরের ফটিক দিয়াশি। এদের বয়স ২৩ থেকে ২৬ এর মধ্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *