
আমাদের ভারত, বালুরঘাট, ১৬ নভেম্বর: সম্পত্তির লোভে দুই বোন ও ভাগ্নিকে খুন করে বালি দিয়ে চাপা দেবার অভিযোগ দাদার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল। গ্রেফতার অভিযুক্ত দাদা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার হামজাপুরের চায়নাবাজ এলাকার এমনই মর্মান্তিক ঘটনায় শিউড়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। ঘটনার পর অভিযুক্ত দাদাকে সকলের সামনে চিৎকার করে দোষ স্বীকার করতেও দেখা যায়। খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় ছুটে যায় মহাকুমা পুলিশ আধিকারিক, গঙ্গারামপুর থানার আইসি সহ বিরাট পুলিশবাহিনী। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাবু মিঞাকে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মিনা খাতুন (২৩), রেবিনা খাতুন (১৮) ও প্রিয়াঙ্কা খাতুন (৮)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চায়নাবাজ এলাকার বাসিন্দা ওসমান আলীর বড় মেয়ে রেজিনা বিয়ের পর বাবার বাড়িতে থাকত। তার একটি আট বছরের কন্যা সন্তান ছিল। জানাগেছে, রেজিনার নামে বেশ কিছু জমি জায়গা লিখেদিয়েছিল তার বাবা। যে জমি হাতিয়ে নিতেই দাদা বাবু মিঞা এমন কাণ্ড পাকিয়েছে। প্রথমে কোদাল দিয়ে আঘাত করে দুই বোনকে খুন করার পর ভাগ্নিকে খুন করে অভিযুক্ত।
গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।