ফের রাজ্যে নতুন করোনা আক্রান্ত ৩ মহিলা, সংখ্যা বেড়ে ১৮

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৮ মার্চ: দ্বিতীয় দিনেও ঝোড়ো ব্যাটিং জারি করোনার। রাজ্যে আরও ৩ জন করোনা আক্রান্তের খবর এল প্রকাশ্যে। ফলে সংখ্যা বেড়ে সংখ্যা গিয়ে দাড়াল ১৮ জনে।

শনিবার স্বাস্থ্য দফতরে প্রকাশিত বুলেটিনে জানা গিয়েছে, ওই ২ মহিলার বয়স যথাক্রমে ৫৬ এবং ৭৬ বছর। জানা গিয়েছে, এগরায় যে ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল, নতুন ২ আক্রান্তের একজন তার স্ত্রী, অপর জন তার পিসিমা। এছাড়াও উত্তরবঙ্গে ৫৪ বছরের এক মহিলার করোনা আক্রান্ত পজিটিভ হওয়ার খবর মিলেছে। তবে তার সম্বন্ধে বিশেষ কিছু এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ কলকাতার নয়াবাদের বাসিন্দা ৬৬ বছরের এক বৃদ্ধ এগরায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেখানে ছিলেন বেশ কিছু বিদেশফেরত নিমন্ত্রিতও।
বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে কোলকাতার পিয়ারলেস হাসপাতালের ভর্তি করেন। চিকিৎসার পর প্রথমে টাইফয়েড ধরা পড়ে। শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষা পর করোনা ভাইরাস দেখা যায়। এরপর বৃদ্ধকে জেরা করে জানা যায়, তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে বিয়ে বাড়িতে এসেছিলেন। উল্লেখ্য, চূূড়ান্ত সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে থাকলেও চিকিৎসায় মাঝে মাঝে সাড়া দিচ্ছেন ওই বৃদ্ধ।

এরপরই খবর যায় পূর্ব মেদিনীপুরে। জেলা পুলিশ ও স্বাস্থ্য দফতর করোনা আক্রান্ত আত্মীয়দের এগরাতেই গৃহবন্দি করে রাখেন। ১৩ জন আত্মীয়ের লালারস করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১১ জনের পরীক্ষা করোনা ভাইরাস নেগেটিভ আসে। শনিবার রিপোর্ট আসে, নাইসেডে টেস্ট হওয়া নমুনার মধ্যে এই ২ জন মহিলার টেস্ট রিপোর্ট করোনা পজিটিভ। এই তথ্য জানার পরেই ওই ২ জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। রবিবার এদেরকে কলকাতায় নিয়ে আসা হতে পারে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here