ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ জানুয়ারি: এক মর্মান্তিক পথদুর্ঘটনায় বাইক আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গোপালশোল গ্রামের তিন যুবক ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে গড়বেতার খড়িকাশুলি গ্রামে পুজো ও মেলা দেখে ফিরছিলেন। গরবেতা থানা এলাকার ভাটপাড়াতে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সামনে পড়ে যান তারা। ভ্যানের ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে। চৌচির হয়ে যায় মাথার খুলি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন জলধর সরদার (২৭), প্রশান্ত সিং (২৪) এবং রাজু সরদার (২৫)। দেহ তিনটি গরবেতা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here