ঝাড়গ্রামে বিদ্যুত কর্মীর পরিচয় দিয়ে সার্ভে করতে এসে আটক এক মহিলা সহ তিনজন যুবক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ মে: গ্রামে সার্ভে করতে এসে বন্দি গ্রামবাসী দের হাতে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এক মহিলা সহ তিন জনকে। ঘটনাটি ঝাড়গ্রামের বাধগোড়া এলাকার নোয়াগড় গ্রামের।
লকডাউনে বর্তমানে সব কিছুই বন্ধ। এরই মাঝে নয়াগড় গ্রামে এসে তিনজন তরুণ ও এক তরুণী প্রতিটা বাড়ির মিটারের রেজিস্টার নাম্বার জানতে চায়। তাদের বক্তব্য বিদ্যুৎদপ্তর তাদের এই সার্ভের কাজ দিয়েছে। গ্রামে বিদ্যুৎ দপ্তরে কর্মরত এক যুবক ফোন করে জানতে পারেন বিদ্যুৎ দপ্তর এরকম কোনও নির্দেশ দেয়নি। তার উপর লকডাউন থাকায় এখন সমস্ত ধরনের বাইরের কাজ বন্ধ আছে। এরপরই আজ একটা ঘরে ঐ যুবকদের আটকে রাখা হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আটক করলে অবস্থা স্বাভিক হয়। তবে কি কারণে এরা সার্ভে করছিল তার সঠিক উত্তর দিতে পারেনি অভিযুক্তরা আটক করে থানায়
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *