সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের কবলে মৎস্যজীবী

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১ জানুয়ারি:
বছরের প্রথম দিনেও সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী। ২০২০ সালে সরকারি হিসেব অনুযায়ী কুড়িজন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ হারান। এদিনও কাঁকড়া ধরার সময় বাঘে তুলে নিয়ে যায় প্রশান্ত মণ্ডল নামে বছর বিয়াল্লিশের ঐ মৎস্যজীবীকে। শুক্রবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বাঘমারা ২ জঙ্গলে। প্রশান্তের দুই সঙ্গী হরেকৃষ্ণ মণ্ডল ও গৌতম বিশ্বাস চেষ্টা করেও বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনতে পারেনি তাঁকে।

শুক্রবার বিকেলে প্রশান্তর দুই সঙ্গী গ্রামে ফিরে ঘটনার কথা জানালে কান্নায় ভেঙে পড়েন প্রশান্তের পরিবারের সদস্যরা। গ্রামে নেমে আসে শোকের ছায়া। বন দফতরকে এ বিষয়ে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। এঁদের মাছ, কাঁকড়া ধরার বৈধ অনুমতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে বন দফতর।

হরেকৃষ্ণ ও গৌতম জানান, এদিন দুপুর একটা নাগাদ যখন তাঁরা জঙ্গলে নেমে কাঁকড়া ধরছিলেন, ঠিক তখন জঙ্গল থেকে একটি বাঘ বেড়িয়ে এসে আচমকা প্রশান্তর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সঙ্গীকে চোখের সামনে বাঘে তুলে নিয়ে গেলেও সেভাবে কিছু করতে পারেননি তাঁরা। দুজনেই অবশ্য কাঁকড়া ধরার শিক নিয়ে বাঘের উপর হামলা করতে এগিয়েছিলেন, কিন্তু বাঘের সেই ভয়ঙ্কর চোখ দেখে আর সাহস করে এগোতে পারেননি তাঁরা। শনিবার সকাল থেকে বনকর্মীরা ঘটনাস্থলে প্রশান্তের খোঁজে তল্লাশি চালাবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here