কোচবিহারের শাসকে দলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত এক তৃণমূল কর্মী

আমাদের ভারত, কোচবিহার, ১৭ আগস্ট: সাংগঠনিক পদে রদবদল হওয়ার পরেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। যার জেরে খুন হতে হল এক দলীয় এক কর্মীকে।

গতকাল বিকেলে রাজ্যের অন্যান্য বেশকিছু জেলার সঙ্গে কোচবিহার জেলাতেও শাসকদলের নেতৃত্বের পরিবর্তন হয়। নতুন জেলা সভাপতি হন গিরীন্দ্রনাথ বর্মন। এরপরে কোচবিহার ১ নম্বর ব্লকের দেওরহাট বাজারে নতুন জেলার সভাপতির সমর্থনে মিছিল বের করেন দলের কর্মীরা। মিছিল শেষ হওয়ার পর দলের কর্মী ইলাহি বক্স ও কাইম উদ্দিন মিঞা যখন বাজারে বসেছিলেন সেই সময় জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় দু’জনকে। প্রথমে তাদের কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ইলাহি বক্সের অবস্থা খারাপ থাকায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে ইলাহি বক্সের পরিবার।

এদিন আহত কাইম উদ্দিন মিঞা অভিযোগ করেন, জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই হামলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ফরওয়ার্ড ব্লক করা জাহাঙ্গীর হোসেন বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করে।

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, “অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন এক এক সময় এক এক দল করেন, এরা সুবিধাবাদী কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়”। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *