সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৬ জুলাই: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার কাশীপুর, ঝালদা শহর ও ঝালদা ১ নাম্বার ব্লকে পৃথক পৃথক এই কর্মসূচি পালন করা হয়। বৃষ্টির মধ্যেই দলীয় এই কর্মসূচিতে স্বতস্ফূর্ত ভাবে যোগ দেন তৃণমূল কর্মীরা। কাশীপুরে স্থানীয় বিধায়ক স্বপন বেলথড়িয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কর্মসূচি পালন হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, রাজ্যের সঙ্গে আমরাও কেন্দ্রীয় সরকারের দিন দিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল করছি। কারণ এই মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। সাধারণ মানুষের সমস্যা বাড়বে।