
আমাদের ভারত, আরামবাগ, ২৮ ফেব্রুয়ারি: তৃণমূলের ১০০টির মত দলীয় পতাকা ও টাঙ্গানো ফেস্টুন খুলে ছিঁড়ে দেওয়ার পাশাপাশি ড্রেনের ভিতরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকায়।
জানা গেছে, কালিপুর এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন টাঙ্গানো ছিল। অভিযোগ, বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন গুলি ছিড়ে ড্রেনের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় বলেন, স্থানীয় বিজেপির নেতা কর্মী সমর্থকরা পতাকা ও ফেস্টুনগুলোকে খুলে ছিড়ে ফেলেছে। বিজেপির লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় বিজেপির যুক্ত থাকার কথা অস্বীকার করা হয়েছে। আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করে বলেন, এই রকম জঘন্য কাজ বিজেপি করে না। নিজেরাই ফেস্টুন দলীয় পতাকা ছিঁড়ে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে। থানায় মিথ্যা অভিযোগ করে বিজেপির লোকজনকে ফাঁসানো চক্রান্ত করছে তৃণমূল।