তৃণমূল- বিজেপি সংঘর্ষ আরামবাগে, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ মার্চ: ফের এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল হুগলী আরামবাগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলকা। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ও তৃণমূলের চারজন আহত হয়। বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে হুগলীর আরামবাগের বসন্ত বাটি এলাকায়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীকে বিজেপির মন্ডল সভাপতি কিংকর পালের লোকজনরা তুলে নিয়ে গিয়ে মারধর করে। অন্যান্য তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন সালেপুর পঞ্চায়েত প্রধান সঞ্জীত অধিকারী সহ চারজন। প্রধান সঞ্জীব অধিকারীকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। বাকিদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় বিজেপির নেতা কিংকর পাল’কে আটক করেছে। যদিও বিজেপির দাবি, তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। বেশ কিছু বাড়ি ভাঙ্গচুর করেছে। উল্টে তৃণমূল নাটক করছে।

আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, গতকাল রাতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙ্গচুর করে তৃণমূলের লোকজনরা। জলের পাইপ কেটে দেয়। সেই নিয়ে তৃণমূল দুষ্কৃতীরা পৌরসভার ভোটের আগেই সন্ত্রাস তৈরি করতে চাইছে যাতে পৌরসভা ভোট নির্বিঘ্নে না হয়। মঙ্গলবার সকালে আমাদের মন্ডল সভাপতি কিংকর পাল সহ একটি প্রতিনিধি দল গেলে তাদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তৃণমূলের কোনও কার্যকর্তা আহত হয়নি। মার খেয়েছে বিজেপি কর্মীরা। ওরা এসব নাটক করে আমাদের নেতাকর্মীদের ফাঁসানোর আর একটা চক্রান্ত চালাচ্ছে।

আরামবাগ পৌরসভার পৌর প্রধান ও তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, আমাদের প্রধান সহ বেশ কয়েকজন কর্মীকে মারধর করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করব। আরামবাগ শান্ত জায়গা অশান্ত করতে চাইছে বিজেপি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here