তৃণমূল-বিজেপি কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ, আক্রান্ত সংবাদমাধ্যম

নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কোচবিহার, ৮ সেপ্টেম্বর: কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি সাংসদ জন বারলার কর্মীসভাকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপি তৃণমূল। বিজেপির দাবি, আজ তুফানগঞ্জের কমিউনিটি হলে জন বারলার একটি কর্মীসভা চলছিল। সেই সময় কমিউনিটি হলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপর বিজেপি কর্মীরা বেরিয়ে এলে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এরপর বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের স্থানীয় একটি পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ, পার্টি অফিসের সামনে থাকা কয়েকটি বাইক ভাঙ্গচুর করা হয়। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের আক্রমণের শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। তবুও সংঘর্ষ থামানো যায়নি।

বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা অভিযোগ করেন, সাংসদের একটি অনুষ্ঠান ছিল সেখানে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। তাঁর দাবি, রাজ্যে গণতন্ত্র নেই। বিরোধী দল কোনও কর্মসূচি গ্রহণ করতে পারবে না তাই চাইছে তৃণমূল।

যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় দাবি করেছেন, বিজেপি সাংসদের নেতৃত্বে তাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে এবং পার্টি অফিসের সামনে রাখা বেশ কয়েকটি বাইক ভাঙ্গচুর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *