আমাদের ভারত, হাওড়া, ১৫ জানুয়ারি: শনিবার তৃণমূলের সভায় না যাওয়ার কথা বলায় বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পাঁচলার হাউলিবাগানে। ঘটনায় দুই মহিলা সহ ৭ বিজেপি কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানাগেছে, মঙ্গলবার পাঁচলার ধামসিয়ায় বিজেপির প্রতিবাদ সভা ছিল। শনিবার ওই একই জায়গায় তৃণমূল সভার ডাক দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে হাওলি বাগান এলাকায় তৃণমূল নেতাকর্মীরা শনিবারের সভার জন্য প্রচার চালানোর পাশাপাশি সবাইকে শনিবার যাওয়ার জন্য জোর করছিল এবং হুমকিও দিচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকজন গ্রামবাসী তৃণমূল নেতাদের মুখের উপরে শনিবার প্রতিবাদ সভায় না যাওয়ার কথা বলে। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে পরে সেটা হাতাহাতিতে দাঁড়ায়। বিজেপি নেতাদের অভিযোগ, ঝামেলা চলাকালীন তৃণমূল নেতাকর্মীরা বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়, ভেঙ্গে দেয় ঘরবাড়ি। পরে বিজেপি কর্মীরা একজোট হয়ে প্রতিবাদ করলে তৃণমূল নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালায়। এলাকায় গন্ডগোলের খবর পাওয়ার পর গ্রামে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এদিকে গন্ডগোলের পর গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে প্রথমে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে পরে তাদের মধ্যে ৪ জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়।
এদিকে রাতেই দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে পৌঁছান বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল। তিনি জানান, শনিবারের সভায় যাওয়ার জন্য তৃণমূল নেতারা বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছিল। তারা প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে সেই কারণে এইভাবে হামলা চালাচ্ছে। যদিও পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক অভিযোগ করেন বিজেপি কর্মীরাই তাদের দলের কর্মীদের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, শুক্রবার দলের কর্মীরা গ্রামে প্রচার চালানোর সময় বিজেপি কর্মীরা অতর্কিতে তাদের কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি করেন বিধায়ক গুলশন মল্লিক।