বালি তোলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ আরামবাগে, আহত ৬

গোপাল রায়, আরামবাগ, ২৭ ডিসেম্বর: নদী থেকে বালি তোলায় ২৫% কমিশন না দেওয়ার ফলে আরামবাগ বাইশ মাইল এলাকার দ্বারকেশ্বর নদীর চড়ে বালি খাদানের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর। দু’পক্ষের সংঘর্ষে আহত হয় ছয় জন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। আহত ব্যক্তিদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের মধ্যে গুরুতর দুই জন।

অভিযোগ, আরামবাগ পুরসভার ১৬নং ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী আজিজুল হোসেন বালি খাদানে লোকজন নিয়ে শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করতে গেলে আজিজুল হোসেন দলবল নিয়ে বাধা দেয়। প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক বচসা। এরপর দুপক্ষ অস্ত্র সহ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হলে দুই পক্ষের মোট ছয় জন আহত হয়। আহতদের মধ্যে একজন খাদ মালিক। তাকে সহ আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

শেখ মকবুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, আজিজুল হোসেন আমাদের বালির গাড়ি চালাতে বারণ করেছিল। শুক্রবার সকালে দলবল নিয়ে এসে আমাদের মারধর করতে থাকে। তার সঙ্গে আমরা দল করি না বলে আমাদের উপরে এই হামলা। এমনকি বালি তোলার উপর ২৫ শতাংশ কমিশন চায়। তাতে রাজি না হওয়য়া এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় দুই পক্ষই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *