বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৪

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ৫ মার্চ: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল বাসন্তীতে। বুধবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চার জন যুব তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের নাম আমানুল্লা সর্দার, মোসারফ হোসেন পিয়াদা, লাল্টু সর্দার ও রেজাউল মণ্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত খেরিয়া বিহারী মোড়ের কাছে। রাতেই আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন অন্যান্য যুব তৃণমূল কর্মীরা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মূল তৃণমূল নেতা আব্দুল মান্নান গাজীর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মান্নান গাজী।

দীর্ঘ প্রায় দু’বছর বাসন্তী ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতির পদ ফাঁকা পড়েছিল। একের পর এক গণ্ডগোলের জেরেই এই পদে কাউকে বসানো হয়নি। কিন্তু বুধবার দলের তরফ থেকে আব্দুল মান্নান গাজীকে বাসন্তী ব্লকের তৃণমূলের কনভেনর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই খবর এলাকায় এসে পৌঁছতেই আব্দুল মান্নান গাজী ও তার অনুগামীরা আবির খেলায় মেতে ওঠেন। যুব তৃণমূলের অভিযোগ, ক্ষমতা পেয়েই যুব তৃণমূল কর্মীদের উপর হামলার ছক কষে আব্দুল মান্নান গাজী ও তার অনুগামীরা। আর সেই কারণেই বেছে বেছে যুব তৃণমূল কর্মীদের উপর হামলা করা হয়। ঘটনায় চারজন যুব তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীতে। বৃহস্পতিবারও এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here