তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভগবানপুর থানার লালপুর

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি :
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবারও উত্তপ্ত ভগবানপুর থানার লালপুর। এলাকা দখলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি চলে দফায় দফায়। ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সদস্য হারুন রশিদ ওরফে বাবুলাল ও ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক সেক আজিমুল হোসেনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়েছে সকাল থেকে। বেশ কিছুক্ষণ বোমাবাজি হয় দু পক্ষের মধ্যে। ঘটনায় আহত হয়েছে কয়েকজন। আহতদের ভগবানপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। এখন পর্যন্ত দুই পক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানার পুলিশ। এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা আছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here