আমার ভারত, মুর্শিদাবাদ, ১৯ জুলাই: মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। রবিবার দুপুরে মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত তালিবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়া গ্রামে পুরনো বিবাদের জেরে একটি ঝামেলা হয়। সেই ঝামেলার জেরে ব্লক সভাপতি অনুগামী বনাম যুব তৃণমূলের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে জখম হন দুই পক্ষের দশ জন।
আহত হয়েছেন যুব তৃণমূল সভাপতি আনারুল ইসলাম ও তালিবপুর গ্রামের তৃণমূল নেতা তথা ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন সিজার মিঞার অনুগামী রবি সেখ সহ মোট দশ জন। আহতদের উদ্ধার করে সালার ব্লক গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।
আনারুল ইসলামের অভিযোগ, সালার থানার তালিবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকায় রবি সেখের নেতৃত্ব আমাদের উপর চড়াও হয় এবং মারধর করে। আমাদের কর্মীদের মারধরের পাশাপাশি বেশ কিছু দোকান ভাঙ্গচুর করা হয়েছে। সালার ব্লক সভাপতি তথা সালার পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ আজাহার উদ্দিন সিজার মিঞা কোনও মন্তব্য করতে চাননি।
ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।