তৃণমূল টোটাল মুসলিম কংগ্রেস: দিলীপ ঘোষ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: আগামী বিধানসভা নির্বাচনে ৫০ এর বেশি আসনে জিততে পারবে না তৃণমূল। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা থেকে এই ভবিষ্যতবাণী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সিএএ বিল হয়েছে। পুরো বাংলায় হিন্দু সমাজ বিজেপিকে ভোট দেবে। দিদিমণি আগামী নির্বাচনে পঞ্চাশটাও বিধায়ক বিধানসভায় ঢোকাতে পারবেন না। তৃণমূলকে টোটাল মুসলিম কংগ্রেস বলেও কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ।

গত বছর কাঁথিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার গাড়িতে ভাঙ্গচুর চালানো হয়েছিল। সেকথা স্মরণ করিয়ে তিনি বলেন, ওরা গাড়ি ভাঙ্গবে। আমরা সরকার ভেঙে দেবো। আজ কাঁথি শহরে এনআরসি ও সিএএ’র সমর্থনে অভিনন্দন যাত্রা করা হয় বিজেপির পক্ষ থেকে। কাঁথি শহরের মেচেদা বাইপাস থেকে এই যাত্রা শুরু হয়। এই বর্ণাঢ্য যাত্রা কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপরের বক্তব্য গুলি বলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here