জনতা কারফিউ আটকানোর জন্য চক্রান্ত শুরু করেছিল তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ মার্চ :
প্রধানমন্ত্রীর জনতা করফিউ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, চক্রান্ত করা হয়েছিল জনতার কারফিউ আটকাতে। কিন্তু মানুষের চাপে রাজ্যের চক্রান্তকারীরা পিছু হঠেছে বলে জানান দিলীপ ঘোষ। রাজ্যে করোনা ভাইরাসের প্রভাব আটকাতে না পারার জন্য বিজেপির রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন।

তিনি বলেন, করোনা নিয়ে প্রধানমন্ত্রী অনেক আগেই প্রস্তুতি শুরু করেছিল। সেইসময় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিল। তিনি বলেছিলেন, দিল্লির দাঙ্গার খবর ঢাকতেই মোদি করোনা ভাইরাস নিয়ে বাড়াবাড়ি করছে। তবে এখন মানুষ বুঝতে পারছেন করোনা ভাইরাস নিয়ে কে রাজনীতি করছে। শনিবার প্রেসক্লাবে দিলীপ ঘোষ আরও জানান, করোনা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্কিত না হয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here