
আমাদের ভারত, হুগলী, ১০ ফেব্রুয়ারি: শ্রীরামপুরে ট্রেনের তালায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তৃণমূলের মহিলা কাউন্সিলর। ট্রেন স্টেশনে ঢোকার মুখে তিনি ঝাঁপ দেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর রমা নাথ আজ সকালে শ্রীরামপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বসে ছিলেন। সকাল ১১.৪০টার শেওড়াফুলী লোকাল স্টেশনে ঢোকার মুখেই ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে। ভিড় করতে থাকেন সাধারণ মানুষ থেকে তার ওয়ার্ডের মানুষ জনও। যদিও বছর ৫২–র কাউন্সিলরের আত্মহত্যার পিছনে কারন কি তা বুঝে উঠতে পারছেন না কেউ। তিনি অবিবাহিত ছিলেন, মায়ের সঙ্গে থাকতেন। ঘটনাস্থলে তৃণমূলের জেলা সভাপতি সহ একাধিক নেতা গিয়েছিলেন। দেহ ময়না তদন্তের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া।