আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ জুন: শালবনী ব্লকের বিজেপি পরিচালিত ৬ নম্বর ভীমপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও স্বজন পোষণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার ছয় দফা দাবির ভিত্তিতে তৃণমূলের পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়া হয়েছে।
ভিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একশ দিনের কাজ এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি সহ বিভিন্ন সরকারি সাহায্য করার ক্ষেত্রে স্বজনপোষণ ও দ্বিচারিতার অভিযোগ তুলে আজ এই ডেপুটেশন দিয়েছেন ভীমপুর অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা। ডেপুটেশনে ওই অঞ্চলের বিভিন্ন গ্রামের কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে নিয়ে শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, সনত মাহাতো ও শিশির মাহাত এই ডেপুটেশন দিয়েছেন বলে শালবনি ব্লক তৃণমূল সূত্রে জানাগেছে।