
সাথী প্রামাণিক, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রথম কোনও সাংগঠনিক সভায় প্রবেশের জন্য বারকোড দেওয়া বিশেষ কার্ড চালু হল।আগামী ২ মার্চ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় বিশেষ সাংগঠনিক বৈঠকে নির্দিষ্ট ওই কার্ডধারীরাই বারকোডের মাধ্যমে নিরীক্ষণ করে অংশ নিতে পারবেন। তার আগে বুধবার পুরুলিয়ার রবীন্দ্র ভবনে জেলা তৃণমূল কংগ্রেসে একটি রুদ্ধদ্বার বৈঠকে ভিডিও বার্তায় দলীয় সেই নির্দেশের কথা জানালেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। এদিন তালিকাভুক্ত দলীয় সদস্য ছাড়া কোনও কর্মী বা সমর্থককে ওই রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ব্যতিক্রম ছিল না সংবাদ মাধ্যমও। প্রতিষ্ঠার ২২ বছরে এই প্রথম জেলায় রুদ্ধদ্বার বৈঠক করল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস।
দলীয়ভাবে জানা গিয়েছে বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না হলেও মূলত কলকাতায় রাজ্যস্তরের বৈঠকে বারকোড দেওয়া নথিভুক্ত দলীয় মোট ৭০০ জন নেতাকর্মীকে বিশেষ প্রবেশপত্র বিতরণ করা হয়। যদিও এই বৈঠক শেষে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, “দলীয় কৌশল যাতে বিরোধী দলগুলোর কাছে না পৌঁছায় এবং দলকে সুসংহত করার অভিনব এই প্রয়াস নেওয়া হয়।” এদিন বৈঠকে ভিডিও বার্তায় অভিষেক বন্দোপাধ্যায় দিদিকে বলো কর্মসূচি দুর্দান্তভাবে রূপায়ণের জন্য প্রশংসা করেন।এদিন দলের এই অভিনবত্বকে স্বাগত জানান প্রবীণ সদস্যরাও। তবে, দলের বিশেষ পরামর্শদাতা প্রশান্ত কিশোরের নয়, দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডই।